মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ
১৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩
বাগেরহাট: বাংলাদেশ নৌবাহিনীর মোংলা ঘাঁটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। দিবসটিতে শহিদ বীর মুক্তিযুদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্থতায় দোয়া করা হয়।
বানৌজা তুরাগ জাহাজের অধিনায়ক কমান্ডার ফয়সাল আহমেদ জানান, বিজয় দিবস উপলক্ষ্যে বাগেরহাটের মোংলা নৌবাহিনীর জাহাজসমূহ দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সকল জাহাজসমূহ পরিদর্শনের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম নৌবাহিনী সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, ‘দেশ গঠনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা সর্বমহলে প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্র সম্পদের সুরক্ষা, বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপত্তা প্রদান, বন্দরসমূহের সুরক্ষা, ইলিশ প্রজনন বিস্তারে বিভিন্ন অভিযান পরিচালনা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ দেশের অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করছে নৌবাহিনী। সেই সঙ্গে জাতিসংঘের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অসামান্য পেশাদারিত্বের জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী আজ বিশ্ব অঙ্গনে মর্যাদার আসনে অধিষ্ঠিত।’
সারাবাংলা/এসআর