Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল ২০২৪
৬৬ বলে বিজয়ের সেঞ্চুরিতে খুলনার জয়

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:২৫

সেঞ্চুরির পর বিজয়

ন্যাশনাল ক্রিকেট লিগের এবারের আসরে প্রথম ৪ ম্যাচে ৩ হারে ধুঁকছিলেন তারা। ৫ম ম্যাচে ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেল খুলনা বিভাগ। ৬৬ বলে এনামুল হক বিজয়ের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে খুলনা।

ইমরুল কায়েসকে সাথে নিয়ে ওপেনিংয়ে ভালো জুটি গড়ে তুলেছেন বিজয়। ৪১ রানের জুটি ভাঙে কায়েস ফিরলে। ১৪ রান করা কায়েসকে ফেরান নাজমুল। আজিজুল হাকিম ও মোহাম্মদ মিথুনকে নিয়ে এরপর দলের স্কোরকে এগিয়ে নিয়ে গেছেন বিজয়ই। এক প্রান্ত আগলে রেখে বিজয়ের আগ্রাসী ব্যাটিংয়েই বড় স্কোরের ভিত পায় খুলনা।

বিজ্ঞাপন

১০ চার ও ৫ ছক্কায় ৬৬ বলে শতক পূরণ করেন বিজয়। ৬৭ বলে ১০১ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বিজয়। ৩ উইকেটে ১৮০ রানে থামে খুলনার ইনিংস।

জবাবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ঢাকা। ৩২ রানের মাঝে তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় তারা। পঞ্চম উইকেটে তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম আকনের এক জুটি জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিল ঢাকাকে। এই দুই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি ঢাকা। ৪ উইকেটে ১৫৯ রানে থামে ঢাকার ইনিংস।

৩ চার ও ৫ ছক্কায় ৪১ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তাইবুর, ২ চার ও ৪ ছক্কায় ২৩ বলে ৪৩ রান করেন আকন। ৩ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার জায়েদ উল্লাহ।

শেষ পর্যন্ত ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। এই জয়ের ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ম স্থানে উঠে এসেছে খুলনা।

সারাবাংলা/এফএম

এনসিএল ২০২৪ এনামুল হক বিজয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর