Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৮:১৯

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা জনপ্রসাশন মন্ত্রণালয়ের।

ঢাকা: কুমিল্লা ও ফরিদপুর জেলাকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। ওই সকল এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে জেলাদুটোকে বিভাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সংগ্রহের দায়িত্বরত সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জনপ্রশাসনের সিনিয়র সচিব সাংবাদিকদের বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশন যে সুপারিশ করতে যাচ্ছে, তারমধ্যে মেজর সুপারিশগুলোর একটি হচ্ছে- ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করা হোক। ওই এলাকার দাবির প্রেক্ষিতে আমরা দুটি বিভাগ করার পরামর্শ দিচ্ছি।

তিনি আরও বলেন, এই দুটি বিভাগ করতে গেলে দুই একটা জেলা এই বিভাগ থেকে ওই বিভাগে দিতে হবে। সেটা আমরা ম্যাপ করে দিয়েছি। ম্যাপ দেখলেই বুঝা যাবে সামনে দশটি বিভাগ হতে যাচ্ছে। সব বিভাগকে টাচ করা হয়নি। এখানে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামকে টাচ করা হয়েছে, যাতে কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ সেরকম হয়। আমরা প্রস্তাবনা দিয়েছি, সরকার যদি মনে করে দশটা বিভাগ করা হবে।

মোখলেস উর রহমান আরও বলেন, ‘জনগণের আবেদনের প্রেক্ষিতে এমন অনেক সুপারিশ করা হয়েছে। আমরা গুগল ক্লাস্টারের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি। এর মাধ্যমে আমরা জানতে পেরেছি কত হাজার মানুষ এই বিষয়টা সাপোর্ট করেছে ও কত হাজার লোকের চাহিদা রয়েছে।

সারাবাংলা/জেআর/এমপি

জনপ্রশাসন সংস্কার কমিশন

বিজ্ঞাপন

৪৫ বসন্ত পেরিয়ে…
১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর