টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
১৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৯
সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ। আগের ম্যাচের মতো এবারও টসে হারলেন লিটন দাস। সেন্ট ভিনসেন্টে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামবে লিটন দাসের দল।
প্রথম ম্যাচে ১৪৭ রানের পুঁজি নিয়ে দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবেন লিটন দাসরা।
সিরিজ জয়ের সেই লক্ষ্য নিয়েই আজ সেন্ট ভিনসেন্টে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছেন তারা। আফিফ হোসেনের জায়গায় দলে এসেছেন মেহেদি হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজ দলে আসেনি কোনো পরিবর্তন। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছেন তারা।
বাংলাদেশ একাদশ– লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মেহেদি মিরাজ, শামিম হোসেন , জাকের আলী, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ– রোভমান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেজ, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড
সারাবাংলা/এফএম