Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি, চুক্তি সই

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৪:২৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০২

ঢাকা : বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭ হাজার ২০০ কোটি টাকা।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি সই করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবি’র পক্ষে অফিসার্স ইন চার্জ জিংবো নিং সই করেন।

ইআরডি জানায়, `স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স’ কর্মসূচির আওতায় এ ঋণ দিচ্ছে এডিবি। ঋণের অর্থ দেশের আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর ব্যবস্থাপনা ও বিনিয়োগ পরিবেশ উন্নীতকরণ ও বাণিজ্য নীতি লজিস্টিক শক্তিশালী করার কাজে ব্যয় করা হবে।

ইআরডি জানায়, ঋণ চুক্তি অনুযায়ী এ কর্মসূচির পূর্বশর্তসমূহ ইতোমধ্যে অর্জিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর, পরিকল্পনা কমিশনের আওতাধীন কার্যক্রম বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়িত হবে। এ কর্মসূচিটির নীতি সংস্কারের উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং বেসরকারি খাতের উন্নয়নে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা।

ইআরডি জানায়, এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ১৯৭৩ সালে সদস্যপদ লাভ করার পর থেকে এডিবি আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে প্রদান করে আসছে। এডিবি এ যাবত বাংলাদেশ সরকারকে ৩ হাজার ২৪৯ কোটি ৭০ লাখ ডলার ঋণ সহায়তা এবং ৫৭ কোটি ১৩ লাখ ডলার অনুদান সহায়তা দিয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি সাধারণত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষ্টি, শামি সাম্পান ও সুশাসন খাতকে প্রাধান্য দেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/আরএস

এডিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর