Friday 20 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় দিনব্যাপী পথ বইমেলার আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১৬:২৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬

খুলনায় পথ বইমেলার আয়োজন। ছবি: সারাবাংলা

নওগাঁ: নওগাঁয় দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ম বর্ষপূর্তি উপলক্ষে ‘নওগাঁ সাহিত্য পরিষদ’ এই বইমেলার আয়োজন করে।

শুক্রবার ( ২০ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের জেলা পরিষদ পার্কের সামনে এই পথ বইমেলার আয়োজন করা হয়।

‘‘নওগা’র লেখক নওগাঁ’র বই” শিরোনামে আয়োজিত পথ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক বরেন্দ্র ফরিদ এবং বইমেলার উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার মো. তাইফুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নওগাঁর বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউল হক সিদ্দিকী, ড. আবু সাহাদত রুবেল, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাচ্যিক ও নাট্য শিল্পী মো. কায়েস উদ্দিন, কবি ও প্রাবন্ধিক ফাল্গুনী রানী চক্রবর্তী, নাট্যকার ও সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম, লেখক আবুল হায়াত ইসমাইল, কবি ও সম্পাদক প্রত্যয় হামিদ।

মেলায় নওগাঁর ৫০ জন লেখকের কমপক্ষে ৩ শতাধিক বই প্রদর্শিত হয়। সারাদিন বই প্রেমিদের পদচারণায় মুখর থাকে মেলা প্রাঙ্গন। সামনের দিনে বড় পরিসরে আয়োজন করার আশা ব্যক্ত করেন আয়োজক কমিটি।

সারাবাংলা/এমপি

পথ বইমেলা বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর