Friday 20 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি হামলায় গাজায় এক দিনে নিহত ৭৭

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ২১:৪১

গাজা উপত্যকা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৭৪ জন।

শুক্রবার (২০ ডিসেম্বর) হাসপাতাল ও চিকিৎসক সূত্রে আল-জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৭৭ জন।

এতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ২০৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ সাত হাজার ৫১২ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। সেদিন ইসরায়েলে নিহত হন অন্তত ১ হাজার ১৩৯ জন। ইসরায়েল থেকে দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়।

জবাবে সেদিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে।

সারাবাংলা/এইচআই

ইসরায়েল-ফিলিস্তিন গাঁজা

বিজ্ঞাপন

বনশ্রীতে ৬ তলা ভবনে আগুন
২০ ডিসেম্বর ২০২৪ ২১:৩৪

আরো

সম্পর্কিত খবর