বান্দরবানে জুলাই আন্দোলনের স্মৃতি সম্বলিত আলোকচিত্র প্রদর্শনী
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ২০:৪৯
২০ ডিসেম্বর ২০২৪ ২০:৪৯
বান্দরবান: বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের উদ্যোগে জুলাই বিপ্লবের স্মরণে আলোকচিত্র প্রদশর্নী করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শহিদ আবু সাইদ মঞ্চে আলোকচিত্র প্রদর্শনীর পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থান জমা লুসাই।
আলোকচিত্র প্রদর্শনীতে আন্দোলনে শহিদদের ছবি সম্বলিত তালিকা, অংশগ্রহনকারীদের ছবি ও আন্দোলনে বাধাপ্রদানকারীদেরও ছবি প্রদর্শন করা হয়। এছাড়া বান্দরবানে আওয়ামী লীগের নেতা সাবেক এমপিসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের ছবি আলোকচিত্র প্রদর্শনীতে দেখা যায়।
পরে জেলাপ্রশাসক ও জেলাপরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপির নেতারা আলোকচিত্র ঘুরে দেখেন।
সারাবাংলা/এসআর