Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীমা খাত উন্নয়ন প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৫:১২ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৪১

ঢাকা : শর্ত সাপেক্ষে বীমা খাত উন্নয়ন প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। প্রকল্পটির মেয়াদ চলতি ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। বর্ধিত সময়সীমা অনুযায়ী প্রকল্পটি আগামী ২০২৫ সালের জুনের মধ্যে শেষ করতে হবে। তবে প্রকল্পের মেয়াদ বাড়লেও ব্যয় বাড়ছে না।

অতি সম্প্রতি ব্যয় বাড়ানো ছাড়াই প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে প্রশাসনিক আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আদেশে বলা হয়েছে, “বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের বীমা খাত উন্নয়ন (১ম সংশোধিত) (২য় বিশেষ সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটির ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ ৬ মাস বৃদ্ধিপূর্বক প্রকল্পের বাস্তবায়নকাল ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরের পরিবর্তে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।”

প্রশাসনিক আদেশে প্রকল্পের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে চারটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। এগুলো হচ্ছে- প্রকল্পভুক্ত দুটি প্যাকেজের (জি-১০ ও জি-২৩) কার্যক্রম জোরদার করে দ্রুত শেষ করতে হবে; পুনঃনির্ধারিত মেয়াদকালের মধ্যে আলোচ্য প্রকল্পের আইটিএমআইএস/সিস্টেমের সম্পূর্ণ কমিশনিং, মানসম্পন্ন ডেলিভারি, প্রশিক্ষণ ও সুফলভোগী সংস্থার প্রায় ৩ কোটি ১৫ লাখ ডকুমেন্টের স্ক্যান সম্পন্ন করে পরিপূর্ণ ডাটাবেইস তৈরি করতে হবে; পুনঃনির্ধারিত মেয়াদকালের মধ্যে প্রকল্পভুক্ত সকল ক্রয় সংক্রান্ত প্যাকেজের বাস্তবায়ন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে; পুনঃনির্ধারিত মেয়াদকাল অনুযায়ী প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং প্রণীত কর্মপরিকল্পনা অনুযায়ী সকল কার্যক্রম নির্ধারিত সময়ে সমাপ্তির লক্ষ্যে প্রকল্প পরিচালক ও বাস্তবায়নকারী সংস্থা কর্তৃক প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম মনিটরিং জোরদার করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বীমা খাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর