গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
২১ ডিসেম্বর ২০২৪ ২০:০৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২২:১৯
গাজীপুর: জেলায় ট্রাকচাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলার শ্রীপুর উপজেলার কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— শেরপুর জেলার ঝিনাইগাতি জেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং জামালপুর জেলার জলিল মিয়া। তারা গাজীপুর মহানগরীর পুরুলিয়া এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয়রা জানায়, দুপুরে কাজে যাওয়ার সময় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এসে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই তারা নিহত হয়েছেন।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মোহাম্মদ কুদ্দুস মৃধা বলেন, ‘ওভারটেকিং করার সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সারাবাংলা/এইচআই