Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি আদায়ের জন্য ইবির প্রধান ফটক বন্ধে নিষেধাজ্ঞা

ইবি করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৩

দাবি আদায়ের জন্য ইবির প্রধান ফটক বন্ধে নিষেধাজ্ঞা

কুষ্টিয়া: যেকোনো দাবি আদায়ের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক বন্ধে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

রোববার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা ও ক্যাম্পাসে ক্রীয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় হয়। সেই সভার ২নং সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবী আদায়ের ক্ষেত্রে প্রাথমিকভাবে ছাত্র-উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করতে হবে। যেকোনো দাবী আদায়ের জন্য কোনোভাবেই ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করা যাবে না।

ছাত্র ইউনিয়নের ইবি সংসদের সাধারণ সম্পাদক নুর আলম বলেন, ‘কথায় কথায় ফটক আটকানোর ট্রেন্ড থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দাবিগুলো সংশ্লিষ্ট দফতরে জানানোই ভালো। তাছাড়া প্রশাসনের সঙ্গে আলোচনারও সুযোগ আছে। কথায় কথায় গেট আটকিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলার কোনো প্রয়োজন দেখি না।’

সারাবাংলা/এসডব্লিউ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়া দাবি আদায় নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর