Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরুসহ ৩ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৪১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৪

তিনি গরুসহ আটক তিন চোরাকারবারি। ছবি: সারাবাংলা।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা তিনটি গরুসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে গোয়ালডুবি ঘাট এলাকা থেকে গরুসহ তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান।

আটকরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলীর গ্রামের জালাল উদ্দীন ছেলে বাকিদুর রহমান (৩৫), একই উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামের সোনা উদ্দীনের ছেলে শাহিদুল ইসলাম (৩৫), শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তির মধ্যেমে বিজিবি জানায়, গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি গরুসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারত থেকে গরু নিয়ে আসার বিষয়টি তারা স্বীকার করেছেন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এসআর

গরুসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর