হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল
২৪ ডিসেম্বর ২০২৪ ১০:৩২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১২:৪৯
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা অবশেষে স্বীকার করল ইসরায়েল। সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হানিয়াকে হত্যার কথা স্বীকার করে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ‘আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব ও তাদের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেব। এরআগে যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, (ইয়াহিয়া) সিনওয়ার ও (হাসান) নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব।’
ইসরায়েল কাৎজের এই বিবৃতির মধ্য দিয়ে প্রথমবারের মতো হানিয়াকে হত্যার কথা প্রকাশ্যে স্বীকার করল ইসরায়েল।
চলতি বছরের ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়াকে হত্যার জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। তবে হানিয়াকে হত্যার কথা এতদিন স্বীকার করেনি ইসরায়েল।
ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন। সেখানকার অতিথিশালায় ইসরায়েলি কর্মকর্তাদের আগে থেকেই স্থাপন করে রাখা বোমা বিস্ফোরিত হলে নিহত হন তিনি।
গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসিরুল্লাহ। এর এক মাস পরই ১৬ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যা করে ইসরায়েল।
সারাবাংলা/এমপি