‘আমরা করব জয়’ স্লোগানে অনুষ্ঠিত হবে ছায়া জাতিসংঘ সম্মেলন
২৪ ডিসেম্বর ২০২৪ ১২:০৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৩
ঢাকা: আগামী ২৬ ডিসেম্বর ‘আমরা করব জয়’ স্লোগানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সবচেয়ে বড় ছায়া জাতিসংঘ সম্মেলন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনটি আয়োজন করেছে ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মার্জিয়া ই জান্নাত, রেজওয়ান রশিদ জিদান, নুসরাত জাহান এল হান আরেফিন ওসমান আর সালান হকসহ অনান্যরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্সের আয়োজনে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছায়া জাতিসংঘ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
আরও জানানো হয়, সম্মেলনে অংশ নেবেন এক হাজার ৪৫০ জন শিক্ষার্থী। ১০০ জন বিচারকের মধ্যে সবাই ইউএন এবং মাল্টিমিডিয়া এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন। এসব বিচারকরা ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাবের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন।
সম্মেলনে আধুনিক বিশ্বের জরুরি চ্যালেঞ্জগুলোর মোকাবিলা যুবকদের ক্ষমতায়ন অব্যাহত রাখার বিষয়গুলো তুলে ধরা হবে।
এ ছাড়া আলোচনায় ফিলিস্তিনের যুদ্ধ ইউক্রেন যুদ্ধ ইন্টারিং গভমেন্ট জুলাই গণঅভ্যুত্থান ও নারী বিষয় বিশ্বের অর্থনীতি নিয়ে অংশগ্রহণকারী ছাত্ররা আলোচনা করবে।
সারাবাংলা/এএইচএইচ/ইআ