সিরিয়ায় বিদ্যুৎ সরবরাহ করবে তুরস্ক
২৭ ডিসেম্বর ২০২৪ ২০:৪৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২২:৫৫
তুরস্ক নতুন সিরিয়ার পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছিল। এবার দেশটির জ্বালানি মন্ত্রী আলপারসলান বায়রাক্টারের বরাত দিয়ে গণমাধ্যম বলছে, তুরস্ক সিরিয়াকে বিদ্যুৎ সরবরাহ করবে এবং বিদ্যুতের অবকাঠামো শক্তিশালী করতে সাহায্য করবে।
এ ছাড়া গণমাধ্যমে বলা হয়, আঙ্কারা তেল ও প্রাকৃতিক গ্যাসের বিষয়ে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে পারে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য দেন।
এর আগে, রোববার (২২ ডিসেম্বর) সিরিয়ার বিদ্রোহী জোটের নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তুরস্ক নতুন সিরিয়ার পাশে থাকবে এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন ও রাজনৈতিক উত্তরণের জন্য সহযোগিতা করবে।
এর আগে, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রথম দেশ হিসেবে তুরস্ক সিরিয়ার তাদের দূতাবাস পুনরায় চালু করেছে।
বায়রাক্টার গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, তার সভাপতিত্ব একটি প্রতিনিধিদল শনিবার সিরিয়ায় বিদ্যুৎ সরবরাহ, অবকাঠামো এবং অন্যান্য বিষয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন।
তিনি বলেছেন, ‘আমাদের প্রাথমিক পর্যায়ে অবশ্যই খুব দ্রুত সিরিয়ার বিদ্যুৎ সরবরাহ করতে হবে কারণ সেখানে এখন বিদ্যুতের ঘাটতি। পরে আমরা বিদ্যুতের অবকাঠামো শক্তিশালী ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছি।’
তিনি আরও বলেছেন, ‘সিরিয়াতে সবকিছুরই প্রয়োজন আছে। আমরা সেখানকার নেতাদের সঙ্গে মাস্টার প্ল্যান নিয়ে কাজ করব।’
গত ৮ ডিসেম্বর সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে। বিদ্রোহীদের হামলার মুখে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরশাসক বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে দেশটিতে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। দেশটির সামনে রয়েছে নানা অনিশ্চয়তা। বিভিন্ন বিদ্রোহী গ্রুপ এবং আন্তর্জাতিক স্বার্থ গোষ্ঠীর চাপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতা দখলের পরেই উচ্চপদস্থ একাধিক তুর্কি কর্মকর্তা দামেস্ক সফরে যান। তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান সিরিয়ার বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠকের দুদিন পরেই শনিবার দামেস্কে পুনরায় নিজেদের দূতাবাস চালুর ঘোষণা দেয় আঙ্কারা।
সারাবাংলা/এইচআই