বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৬:২৯
২৮ ডিসেম্বর ২০২৪ ১৬:২৯
বগুড়া: বগুড়ায় মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে আবু সাঈদ (৩০) নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন।
জানা গেছে, রাতে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন তিনি। কিছু দূর যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্নক জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় তাকে উদ্ধার করে বগুড়া ‘শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে’ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
সারাবাংলা/এসআর