খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে জরিমানা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ২১:০৩
২৯ ডিসেম্বর ২০২৪ ২১:০৩
খাগড়াছড়ি: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নে পাহাড় কাটার দায়ে বিষ্ণু চক্রবর্তী নামের এক ব্যক্তির দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ অভিযান চালিয়ে তার জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ স্বীকার করায় জমির মালিক বিষ্ণু চক্রবর্তীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সারাবাংলা/এসআর