Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মাসের শিশু নিখোঁজ, ট্যাংকে মিলল মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১১:০৫

৭ মাসের শিশু নিখোঁজ, ট্যাংকে মিলল মরদেহ

কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি ব্যাপারীটারী গ্রামের এক বাড়িতে বিছানায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয় সাত মাসের শিশু আদিবা। এ ঘটনার একদিন পর বাড়ির সেফটিক ট্যাংক থেকে নিখোঁজ এই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ির পেছনের সেফটি ট্যাংক থেকে শিশু আদিবার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঘরে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে শিশুটি নিখোঁজ হওয়ার দাবী করে শিশুর বাবা আমিনুর ইসলাম ও মা জান্নাতুল বেগমসহ শিশুটির দাদী।

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঘরের ভিতর ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা আদিবা নামের সাত মাসের শিশুটিকে খুঁজে পায় না তার দাদী আমেনা। পরে শিশুটির বাবা মাসহ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে শিশু নিখোঁজের বিষয়টি সোমবার থানা পুলিশকে অবগত করেন তারা।

পুলিশ সেদিনই ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাড়ির বিভিন্ন জায়গাসহ প্রতিবেশিদের জিজ্ঞাসা করেও শিশুটিকে খুঁজে পায়নি। পরদিন মঙ্গলবার দুপুরে পুলিশ শিশুটির বাড়ির সেফটি ট্যাংক খুঁজতে গিয়ে তার মরদেহ খুঁজে পায়।

পুলিশ জানায়, পরিবারের লোকজনের অভিযোগ ওই বাড়িতে আগে থেকে প্রায় সময় বাড়ির বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটতো। পরে সোমবার শিশুটি হঠাৎ ঘর থেকে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় শিশুটির মা, বাবা ও দাদীকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার বিকেলে থানায় নিয়ে আসে পুলিশ।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির বাবা-মা ও দাদীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এখনও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। শিশুটিকে হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

কুড়িগ্রাম নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর