Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জসওয়ালকে ‘মিথ্যাবাদী’ বললেন সাবেক ভারতীয় ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক
১ জানুয়ারি ২০২৫ ১১:২০

আউট নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না জসওয়ালের

মেলবোর্ন টেস্টের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার সেই আউট। ইয়াসাভি জসওয়ালকে বাংলাদেশি আম্পায়ার সৈকতের দেওয়া সেই আউট ছিলে আলোচনা যেন থামছেই না। পক্ষে বিপক্ষের নানা মতের মাঝে এবার সাবেক ভারতীয় উইকেটকিপার সুরিন্দর খান্না বলছেন, আউট হয়েছেন জেনেও মিথ্যার আশ্রয় নিয়ে ক্রিজে দাঁড়িয়ে ছিলেন জসওয়াল!

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শেষ দিনের ৭১তম ওভারে ঘটে সেই ঘটনা। কামিন্সের বলে মারতে গেলে বল যায় কিপার ক্যারির হাতে। মাঠের আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় অজিরা। সেখানে স্নিকোমিটারে কিছু না এলেও বল যে গ্লোভসে লেগে কিপারের হাতে গিয়েছে, সেটা দেখা গেছে স্পষ্টই। আর এতেই মাঠের আম্পায়ারকে সিদ্ধান্ত বদলে জসওয়ালকে আউট দিতে বলেন সৈকত।

বিজ্ঞাপন

সৈকতের এমন সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছেই। অনেকেই বলছেন, সৈকত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় সমর্থকদের পাশাপাশি অনেকে আবার ক্ষোভ জানিয়ে বলছেন, স্নিকোতে কিছু না এলেও মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করা একেবারেই উচিত হয়নি।

সুরিন্দর বলছেন, সৈকত সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, ‘বিতর্ক তৈরির মতো কিছুই ছিল না সেখানে। চারটি অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে, সবগুলোতেই দেখা যাচ্ছে বল গ্লোভসে লেগে কিপারের হাতে গেছে। আকাশদীপের আউটটাও এমন ছিল। আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে সেখানে বল লেগেছে কিনা সেটা আপনি কেন বুঝতে পারবেন না? আমরা বাজে শট খেলাতেই হেরেছি।’

জাতীয় দলের হয়ে ভারতীয় ব্যাটারদের বাজে ফর্মের কঠোর সমালোচনাও করেছেন ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলা সুরিন্দর, ‘ওরা কেমন ধরনের ব্যাটিং করছে? আইপিএল আসুক, দেখবেন এরাই রান পাবে। অতি আক্রমণাত্মক টি-২০ স্টাইল ব্যাটিং না করে ইতিবাচক খেলা উচিত। আশা করি নতুন বছরে দলের ভাগ্যের পরিবর্তন হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

জসওয়াল ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শরফুদ্দৌলা সৈকত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর