Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালবাগে হত্যা মামলার আসামির রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ১৪:৫৬ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪

ঢাকা: রাজধানীর লালবাগে হত্যাসহ দুই মামলার আসামি মাহবুব আলমের (৩২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে লালবাগ জেএন সাহা রোডের লিবার্টি ক্লাবের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহবুবের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চড়মুগুরিয়া গ্রামে। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে লালবাগ শহীদনগর ৮ নম্বর গলির একটি বাড়িতে ভাড়ায় থাকতেন। তিনি অটোরিকশা চালক ছিলেন।

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানান, ১০টার দিকে মাহবু বাসা থেকে বের হয়েছিলেন আতসবাজি ফোটানো দেখবেন বলে। ভোরে তার মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন তারা।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু জানান, খবর পেয়ে মৃত অবস্থায় ওই ব্যক্তিকে পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া তার হাতে ও বুকে পুরাতন ব্যান্ডেজ ছিল। তার নামে লালবাগ থানায় হত্যাসহ দুইটি মামলা রয়েছে। প্রাথমকিভাবে জানা গেছে দ্বন্দ্ব-গ্রুপিং কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, ১৫দিন আগে লালাবগ কেল্লা এলাকায় কে বা কারা মাহবুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। হাসপাতালে ৪ দিন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। এখনও হাতসহ শরীরে ব্যান্ডেজ  ছিল। এই অবস্থায় আবার তাকে কুপিয়েছে। তবে আগের ঘটনায় এ সে থানায় কোনো অভিযোগ করেনি। তার মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসআর

ঢাকা মরদেহ উদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাসহ দুই মামলার আসামি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর