লিভারপুলকে থামাতে আর্টেটার ‘বিশেষ’ পরিকল্পনা
১ জানুয়ারি ২০২৫ ১৬:২২
গত কয়েক মৌসুমে শিরোপার বেশ কাছে গেলেও শেষ মুহূর্তে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। এই মৌসুমে শুরুটা দারুণ করলেও মাঝপথে এসে খেই হারিয়ে ফেলেছে আর্সেনাল। বছরের প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামার আগে আর্সেনাল কোচ মিকেল আর্টেটা বলছেন, শীর্ষে থাকা লিভারপুলকে ধরতে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে তাদের।
১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নটিংহাম ফরেস্ট। উড়তে থাকা লিভারপুলকে এরই মাঝে অনেকে শিরোপার একক দাবিদার মেনে নিয়েছেন। ম্যানচেস্টার সিটির বিপর্যস্ত হালে লিভারপুলের সামনে বাধা শুধুই আর্সেনাল ও চেলসি।
লিভারপুলের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে থাকা আর্সেনালকে মৌসুমের শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, বলছেন আর্টেটা, ‘আমাদের আসলে লেগে থাকতে হবে। প্রতিদিন, প্রতি সপ্তাহে, মৌসুমের শেষ পর্যন্ত। যদি কেউ বাকি সব ম্যাচ জিতে লিগ নিশ্চিত করে তাহলে তাদের অভিনন্দন জানিয়ে পরের মৌসুমের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু যদি লিভারপুল সব ম্যাচ জিততে না পারে, যা ইতিহাসে আগে হয়নি, তাহলে আমরাও শিরোপা দৌড়ে থাকবো!’
নতুন বছরে দলের সবাইকে আত্মবিশ্বাস নিয়েই লড়াই করার আহ্বান আর্টেটার, ‘নিজেদের প্রমাণ করতে হবে। এই মৌসুমে আমরা সেটা করে দেখিয়েছি। গত মৌসুমের চেয়ে আমরা একধাপ এগিয়ে আছি। অনেক ম্যাচ বাকি, অনেকেই ইনজুরিতে। আমাদের এটার মুখোমুখি হতেই হবে। আমি চাই দলের সবাই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামুক। নিজেদের সেরাটা দিলে ভালো কিছুই আশা করতে পারি।’
সারাবাংলা/এফএম