Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে অগ্নি সচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের মহড়া

স্পেশাল করেসপডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

নির্বাচন কমিশন ভবন। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ভবনে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনারসহ সকল কর্মকর্তাদের উপস্থিতিতে অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপণে করণীয় ও প্রাথমিক চিকিৎসা-উদ্ধার বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার সহকারি পরিচালক জনাব মো. আনোয়ারুল হক।

এরপর নির্বাচন কমিশন ভবনের সামনে অগ্নিনির্বাপণ বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় নির্বাচন কমিশন ভবনে কৃত্রিম অগ্নিকাণ্ড পরিস্থিতি তৈরি করা হয়। ফায়ার সার্ভিসের বিশেষায়িত গাড়ি টার্ন টেবল লেডারের সাহায্যে আটকে পরা লোক উদ্ধার, অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা প্রদান কার্যক্রম প্রদর্শন করা হয়। এ ছাড়া ফায়ার অ্যাক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিনির্বাপণ ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতিও প্রদর্শন করা হয়।

মহড়া শেষে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘এ মহড়া শুধু সচেতন করছে তা নয়, আমাদের আত্মবিশ্বাস বাড়াতেও সহযোগিতা করবে।’ তিনি এ প্রশিক্ষণ ও মহড়ায় লব্ধ অভিজ্ঞতা পরিবারের সদস্যদের সচেতনতা বাড়াবে বলে প্রত্যাশা করেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং নির্বাচন কমিশন ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এইচআই

অগ্নি সচেতনতা বৃদ্ধি ইসি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর