Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তদবির বন্ধে সচিবদের উদ্দেশে তথ্য উপদেষ্টার চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ২০:৪৪ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ০০:৫৭

ফাইল ছবি: নাহিদ ইসলাম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ঢাকা: সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে আধা-সরকারি চিঠি দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। চিঠিতে ‘সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দফতরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক, এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে’ বলে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি আরও বলা হয়, ওই চিঠিতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের স্বাক্ষর জাল করে বিভিন্ন দফতরে সুপারিশ-সংবলিত আবেদন দাখিল করা করা হচ্ছে, যা ইতোমধ্যে উপদেষ্টার নজরে এসেছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনার না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও বলা হয়, কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দফতর-সংস্থায় এ ধরনের কোনো তদবির হলে কিংবা উপদেষ্টার স্বাক্ষর নকল/জাল করে কোনো আবেদন দাখিল করা হলে, তা তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সচিব (উপসচিব) র. হ. ম. আলাওল কবির-কে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষ্যে অন্তবর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকভাবে কাজ করছে বলে উল্লেখ করা হয় চিঠিতে। রাষ্ট্র সংস্কারের সুবিশাল কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে উপদেষ্টা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করা হয় ওই চিঠিতে।

সারাবাংলা/জেআর/পিটিএম

ইসলাম চিঠি টপ নিউজ তথ্য উপদেষ্টা নাহিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর