ম্যাচের মাঝপথে হাসপাতালে বুমরাহ
৪ জানুয়ারি ২০২৫ ১১:০৮ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১১:১৫
পুরো সিরিজজুড়েই ভারতের সবচেয়ে বড় তারকা ছিলেন ছিলেন তিনি। সিডনি টেস্টে রোহিত শর্মার পরিবর্তে ভারতকে নেতৃত্ব দিচ্ছিলেন জাসপ্রীত বুমরাহ। সেই বুমরাহই এবার পড়েছেন ইনজুরিতে। শেষ টেস্টের দ্বিতীয় দিনের মাঝপথে মাঠ ছেড়ে হাসপাতালে গেছেন বুমরাহ।
প্রথম দিনের শেষ বলে উসমান খাজাকে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন বুমরাহই। দ্বিতীয় দিনের শুরু থেকেই দারুণ বোলিং করেছেন তিনি। অজিদের দ্বিতীয় উইকেটও তুলে নিয়েছেন বুমরাহ, লাবুশেনকে প্যাভিলিয়নে ফেরান তিনি।
তবে ১০ ওভার করার পর হঠাৎ অস্বস্তি দেখা যায় বুমরাহ চোখে-মুখে। কোহলি ও টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে মাঠ ছাড়েন তিনি। লাঞ্চের ঠিক পরেই কোহলির উপর নেতৃত্বের দায়িত্ব দিয়ে মাঠ ছাড়েন বুমরাহ। পরে জানা যায়, ইনজুরিতে পড়েছেন তিনি। তবে সেটা কী ইনজুরি ও কতোটা গুরুতর, সেটা এখনো জানায়নি ভারতীয় দল।
শুধু মাঠই ছাড়েননি বুমরাহ, এই সময় স্থানীয় একটি হাসপাতালেও গেছেন তিনি। শোনা যাচ্ছে, সেখানে পায়ের ইনজুরির স্ক্যান করতে গিয়েছেন তিনি। এই টেস্টে তিনি আর বোলিং করতে পারবেন কিনা, সেটাও নিশ্চিত না।
এই সিরিজে এখন পর্যন্ত ১৫১.২ ওভার করেছেন বুমরাহ। ৩২ উইকেট নিয়ে এখন পর্যন্ত তিনিই সিরিজের সেরা বোলার।
সারাবাংলা/এফএম