ময়মনসিংহে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার
৪ জানুয়ারি ২০২৫ ১৯:১১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১৯:১৫
ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলের রিমা আক্তার (১৫) হত্যা মামলায় অভিযুক্ত স্বামী পারভেজ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার পারভেজ মিয়া একই উপজেলার পশ্চিম শিবনগরের সাফায়েত উল্লাহর ছেলে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানানো হয়।
তিনি জানান, গত ২৬ ডিসেম্বর নান্দাইলের কোনাডাংগর গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে নিহত রিমা আক্তারের ভাই মীর আলম আবদার অভিযুক্ত পারভেজ মিয়ার বিরুদ্ধে মামলা করেন।
মামলায় মীর আলম উল্লেখ করেন, রিমা আক্তারকে গত ৫ মাস আগে পারভেজ মিয়া ফুসলিয়ে পালিয়ে নিয়ে যান। পরবর্তী সময়ে, স্থানীয়দের সহায়তায় রিমা আক্তারকে উদ্ধার করে স্থানীয় সালিসের মাধ্যমে পারভেজ মিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের কিছুদিনের মধ্যে তাদের মধ্যে ঝগড়া বিবাদ দেখা দেয়। পারিবারিক কলহে গত ২৫ ডিসেম্বর সকালে অভিযুক্তদের মারধরে রিমা আক্তার গুরুতর আহত হলে পারভেজ মিয়া তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে পারভেজ মিয়াসহ অন্যান্য অভিযুক্তরা রিমা আক্তারের মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই মীর আলম আবদার বাদী হয়ে নান্দাইল থানায় একটি হত্যা মামলা করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪ গতরাতে সিএমপি চট্টগ্রামের পাচলাইশ খুলশী এলাকায় অভিযান চালিয়ে রিমা আক্তার হত্যা মামলার এজাহারের প্রধান অভিযুক্ত স্বামী পারভেজ মিয়াকে গ্রেফতার করে। তাকে নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এনজে