বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-হত্যার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
৬ জানুয়ারি ২০২৫ ১০:২৫ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১০:৪০
চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানার উত্তর চান্দগাঁও শংকর দেওয়ানজীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার মো. এরশাদ আলমের (৪০) বাড়ি উত্তর চান্দগাঁও এলাকায়। চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের ঘনিষ্ঠ সহযোগী এরশাদ স্থানীয় যুবলীগ নেতা।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় এরশাদ চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় তাদের ওপর হামলায় জড়িত ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গত বছরের ২০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় করা একটি হত্যা মামলার আসামি এরশাদ। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।
সারাবাংলা/আরডি/ইআ