Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজে বিশ্ববিদ্যালয়ের ব্যানার টানাল শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৮:২৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৯:০২

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি বাস্তাবায়নের আহ্বান জানিয়েছেন তারা।

পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।  সাড়ে বারোটার দিকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ শীর্ষক ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয় কিন্তু অনেকদিন পেরিয়ে গেলেও কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি বলে পুনরায় বিক্ষোভে নেমেছেন, এমনটা জানাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় রূপান্তর নিয়ে ‘দ্বিচারিতা শুরু করেছে’ অভিযোগ করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী আনোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় একেক সময় একেক কথা বলছে। এর প্রতিবাদে আমরা সকাল থেকে বিক্ষোভ করি। এরপর কলেজের মূল ফটক ঢেকে দিয়ে তিতুমীর বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানিয়ে দেই। আমরা দ্রুত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি জানাচ্ছি। এভাবেই জিন্নাহ কলেজের সাইনবোর্ড খুলে লাগানো হয়েছিল তিতুমীর কলেজের নাম। এবার তিতুমীর কলেজ থেকে তিতুমীর বিশ্ববিদ্যালয় করা হল।’

এর আগে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত ১৯ নভেম্বর মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে শত শত শিক্ষার্থী জড়ো হন। মহাখালীতে ঢাকা-ময়মনসিং সড়ক ও রেলপথ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেই দিন সন্ধ্যায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কী না তা যাচাইয়ে কমিটি গঠন করার আশ্বাস দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তার ১৪ দিনের মাথায় এসে ওই কমিটি গঠন করা হয়েছিল।

বিজ্ঞাপন

সেই কমিটি এখনো চূড়ান্ত কোনো বার্তা দেয়নি। এর মধ্যে গত ডিসেম্বর মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নে চার সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধিভুক্ত ওই কলেজগুলোর একটি সরকারি তিতুমীর কলেজ। বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

আজ আন্দলনরত অপর শিক্ষার্থী সুরাইয়া জান্নাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কী না তা যাচাইয়ে যে কমিটি গঠন করা হয়েছিল এখনো তাড়া কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। এ অবস্থায় একটি কমিটির কাজ চলমান অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরে কমিটি করেছে। আমরা এর প্রতিবাদ জানাই।’ দাবি আদায় না হলে পরবর্তীতে আরও বড় কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন আন্দলনরত শিক্ষার্থীরা।

সারাবাংলা/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর