গাজীপুরে ইজিবাইক-ট্রাক সংঘর্ষে নিহত ৩
৭ জানুয়ারি ২০২৫ ১৯:০৯ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ২২:৪৫
গাজীপুর: জেলার কালিয়াকৈরে ইজিবাইক ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের চাঁপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর গ্রামের বাসুদেব দাসেন ছেলে সুদিপ দাস (৩৭), ইজিবাইক চালক গাজীপুর জেলার গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২) এবং গাজীপুর জেলার নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে ইজিবাইক চালক করিম কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেন। এসময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ফুলবাড়িয়াগামী একটি ট্রাক চেয়ারম্যান বাজার এলাকায় পৌঁছালে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। ইজিবাইক চালকসহ আহত পাঁচজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন নিহত হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মঙ্গলবার বিকেলে ইজিবাইক ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ