কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল, নেই বৃষ্টির সম্ভাবনা
৮ জানুয়ারি ২০২৫ ০৯:২১ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৩:২৩
ঢাকা: ভোর থেকেই কুয়াশায় ঢাকা রাজধানীর পথ-ঘাট। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। গাড়িগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশায় বিমান ও নৌ চলাচলেও বিঘ্ন ঘটছে। এদিকে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি পর্যন্ত। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ দিনও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এই দুই দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বর্ধিত ৫ দিনেও আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বরং বাড়তে পারে শীতের তীব্রতা।
সারাবাংলা/জেআর/এমপি