Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ জনমতে প্রচারপত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৯:৪১ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৯:৪২

রাজশাহীত প্রচারপত্র বিতরণ। ছবি: সারবাংলা।

রাজশাহী: রাজশাহীতে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ পক্ষে জনমত তৈরিতে রাজশাহীতে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। ‘ঘোষণাপত্র সপ্তাহের’ কর্মসূচির অংশে এই লিফলেট বিতরণ করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে মহানগরীর সাহেববাজারে এই লিফলেট বিতরণ করা হয়। সরকার যে ঘোষণাপত্র দিতে চেয়েছে তাতে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরা হয়েছে এই লিফলেটে।

বিজ্ঞাপন

লিফলেট বিতরণ কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, সহ-মুখপাত্র তাহাসিন রিয়াজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, মো. মোবাশ্বের ও মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। তারা সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন।

এগুলো হলো- জুলাই অভ্যুত্থানের শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা; ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের’ নেতৃত্ব স্পষ্টভাবে উল্লেখ করা, আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার; ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা; সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা; সব ধরনের বৈষম্য দূর করে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি প্রদান এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রচারপত্র বিতরণ রাজশাহী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর