চলছে শীতকাল। এই মৌসুমে রবি শস্যের পাশাপাশি বিভিন্ন ধরনের শাক-সবজি পাওয়া যায়। তবে সবজি বা ফল যেটাই বলি না কেন শীত মৌসুমের শুরু থেকেই টমেটো পাওয়া যায় বাজারে। কিন্তু শুরুর দিকে এর দাম থাকে আকাশচুম্বি। ধীরে ধীরে টমেটোর সরবরাহ বাড়তে থাকলে দামও কমে যায়। এ সময়ে কৃষকরা খেত থেকে টসটসে টমেটো তোলেন। সেগুলো আবার খেতের পাশেই বাছাই করে রাখেন। ব্যবসায়ীরা এসে পাইকারি দরে সেই টমেটো কিনে নিয়ে যায়। আর তাদের কাছ থেকে ছড়িয়ে যায় দেশের বিভিন্ন বাজারে। সম্প্রতি খেত থেকে টমেটো বিপণনের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প
টমেটো বাণিজ্য
সারাবাংলা/পিটিএম