Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের জাপোরঝিয়ায় রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
৯ জানুয়ারি ২০২৫ ১৫:২১ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৬:০০

ইউক্রেনের জাপোরঝিয়ায় রাশিয়ার বোমা হামলা। ছবি: আলজাজিরা

ইউক্রেনের জাপোরঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। গাইডেড বোমা দিয়ে দুটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ।

বুধবার (৮ জানুয়ারি) আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রামে পোস্ট করা এক গ্রাফিক ফুটেজে দেখা গেছে, শহরের রাস্তায় রক্তাক্ত বেসামরিক নাগরিকদের জরুরি পরিষেবা প্রদানকারীরা চিকিৎসা দিচ্ছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি লেখেন, ‘সাধারণ নাগরিকরা কষ্ট পাবে জেনেও একটি শহরে বিমান হামলার চেয়ে নৃশংস আর কিছু হতে পারে না।’

টেলিগ্রামে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, এ হামলায় বহুতল আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ বলেন, রুশ বাহিনী দুপুরের মাঝামাঝি সময়ে শহরের একটি আবাসিক এলাকায় বোমা নিক্ষেপ করে। এ হামলায় কমপক্ষে দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

প্রসঙ্গত ইউক্রেনের বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে মস্কো প্রায়ই বেসামরিক অবকাঠামোর ওপর বিমান হামলা চালিয়েছে। তবে এ হামলার বিষয়টি তারা সবসময়ই অস্বীকার করে আসছে।

সারাবাংলা/এমপি

নিহত বোমা হামলা রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর