Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে গাড়িতে আগুন
পুড়েছে বাসের লকারে থাকা ৩২ ছাগল

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫১ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৭:৩৩

সাভারে তিন গাড়িতে আগুন, ৩২টি ছাগল পুড়ে গেছে। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকার সাভারে একটি চলন্ত অ্যাম্বুলেন্স ও দুইটি যাত্রীবাহী বাস সংঘর্ষ হলে যানবাহনগুলোতে আগুন ধরে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন নিহত হয়েছেন। তবে বাসের কোন যাত্রী মারা না গেলেও সেখানকার লকারে থাকা ৩২টি ছাগল পুড়ে মারা গেছে।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ ঘটনা ঘটে।

সাভার থানা পুলিশ জানায়, বুধবার (৮ জানুয়ারি) রাত ২টার দিকে দুর্ঘটনার কারণে তিনটি গাড়িতে আগুন লেগে যায়। এতে একটি অ্যাম্বুলেন্স ও শ্যামলী পরিবহণ এবং ঝুমুর পরিবহণ নামের দুইটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান, ‘আগুন নিয়ন্ত্রণে আসার পর শ্যামলী পরিবহন বাসের তিনটি লকারে বেশ কিছু ছাগলকে মৃত অবস্থায় পাওয়া যায়, যেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে কোনো ব্যবসায়ী গ্রাম থেকে বাসে করে ছাগলগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।’

ছাগলের সংখ্যা নিয়ে তিনি জানান, ‘দেখে মনে হচ্ছে ৩০-৩২টি ছাগলের অস্তিত্ব রয়েছে।’

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, ‘যাত্রীবাহী বাসে পশু আনা নেওয়া অপরাধ। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাস দুটি উত্তরবঙ্গ থেকে আসছিল বলে জানা গেছে।’

সারাবাংলা/ইউজে/এমপি

অ্যাম্বুলেন্স গাড়িতে আগুন নিহত সাভার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর