‘জাতীয় নির্বাচনই সরকারের মূল দায়িত্ব, স্থানীয় সরকার নয়’
৯ জানুয়ারি ২০২৫ ২২:২২ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২৩:৫৮
ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানই সরকারের মূল দায়িত্ব, স্থানীয় সরকার নির্বাচন নয়। জাতীয় নির্বাচনের আগে বা জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত নয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষ যে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সরকারের দায়িত্ব হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার সম্পন্ন করে সেই জাতীয় নির্বাচনের আয়োজন করা। তা না হলে সরকারের উদ্দেশ্য নিয়েই নানা প্রশ্ন ওঠতে থাকবে। সেক্ষেত্রে সরকারের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হবে। রাজনৈতিক দল ও জনগণের দিক থেকেও প্রধান দাবি হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথ সুগম করা।
তিনি বলেন, গত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রধান দাবি ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা। এই প্রধান কর্তব্য থেকে সরকারের সরে যাওয়ার অবকাশ নেই।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় ঐক্যমত কমিশন দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং রুপান্তরের গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় সমঝোতা গড়ে তুলতে সক্ষম হবে।
তিনি যুবদের আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া যুবদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে যুব নেতাদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, সদস্য সচিব মীর রেজাউল আলম, জামিলুর রহমান ডালিম, আরিফুল ইসলাম, রতন মোহান্ত, মোহাম্মদ রিয়েল প্রমুখ।
সারাবাংলা/এএইচএইচ/এইচআই