Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রয়োজন ছাড়া নাহিদকে বিশ্রাম দিতে রাজি নয় রংপুর

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫ ১৬:১৫

নাহিদ রানা

২০২৩ সালে অভিষেক হয়েছিল তার। অভিষেকের পর থেকেই টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের নিয়মিত মুখ নাহিদ রানা। তরুণ এই পেসার এরই মাঝে হয়ে উঠেছেন দলের অন্যতম মূল ভরসা। নিজের প্রথম বিপিএল খেলতে নেমেও আলো ছড়াচ্ছেন নাহিদ। রংপুর রাইডার্স কোচ মিকি আর্থার বলছেন, প্রয়োজন ছাড়া নাহিদকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে ভাবছেন না তারা।

বাংলাদেশের হয়ে গত বছর বেশ কয়েকটি সিরিজে মাঠে নেমেছেন নাহিদ। তাকে টানা ম্যাচ খেলানো নিয়ে তখন থেকেই উঠেছে নানা প্রশ্ন। এবারের বিপিএলে রংপুরের হয়ে ৬ ম্যাচের সবকয়টিতেই খেলেছেন নাহিদ। দারুণ বোলিং করা নাহিদকে এভাবে টানা খেলানো ঠিক হচ্ছে কিনা, সেই প্রশ্ন বারবারই উঠে এসেছে সংবাদ সম্মেলনে। এভাবে খেলাতে থাকলে হঠাৎ বড় ইনজুরিতে পড়তে পারেন নাহিদ, এই আশংকাও করছেন অনেকে।

বিজ্ঞাপন

রংপুর কোচ আর্থার বলছেন, শারীরিক অবস্থা বুঝেই নাহিদের বিশ্রামের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা, ‘আমরা দেখতে চাই সে কেমন করে। খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে খেলানোর ব্যাপারটা ভাবতে হবে। সে মাত্র ২৪ ওভার বল করেছে। আগে দেখতে হবে সে কেমন বোধ করছে। বিশ্রাম দেওয়ার সুযোগ পেলে অবশ্যই আমরা দেব।’

প্রয়োজন ছাড়া কাউকে বিশ্রাম দিতে নারাজ আর্থার, ‘সবাইকে বিশ্রাম দিয়ে খেলানোটা আসলে কঠিন। আমাদের ফর্ম ভালো যাচ্ছে। মাঝের ওভারে ২ জন পেসারই ভালো বোলিং করছে। আমরা চাইব আমাদের মূল খেলোয়াড় যেন মাঠে থাকে। বিশ্রাম দেই বা না দেই সেটা নির্ভর করছে ওয়ার্কলোডের উপর। তার বিশ্রাম প্রয়োজন কিনা সেটাও দেখতে হবে।’

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর