থানা থেকে আসামি ছিনতাই, ওসি প্রত্যাহার
১১ জানুয়ারি ২০২৫ ২০:৪১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২২:১৯
মুন্সীগঞ্জ: জেলার শ্রীনগর থানা থেকে এজহারভুক্ত আসামি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামকে ছিনতাইয়ের ঘটনায় অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকারের নির্দেশে ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনের সংযুক্ত করা হয়েছে। সূত্র থেকে জানা যায়, তাকে দায়িত্ব পালনে অবহেলা ও দায়িত্বহীনতার কারণে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর তরিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা পুলিশকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তারা পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিদর্শক অপারেশনের রুম ভাঙচুর করেন। প্রায় ১৫০-২০০ জন বিএনপির নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশ বাধা দেওয়ায় পুলিশদের ওপর আক্রমণ করেন এবং তাদের কিল ঘুসি দিয়ে আসামি নিয়ে বের হয়ে যান।
এদিকে আসামি ছিনতাইয়ের ঘটনায় হত্যা চেষ্টা মামলায় শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে দুই শতাধিক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সারাবাংলা/এইচআই