Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনের তাপমাত্রা কমলেও ঢাকার আকাশে ঝলমলে রোদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ০৯:৫৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১১:০৫

তাপমাত্রা কমলেও নেই শীতের তীব্রতা। ছবি: সারাবাংলা

ঢাকা: অন্য দিনগুলোর সকালের চেয়ে রোববারের সকালটা অন্যরকম। রাজধানী ঢাকার আকাশে ঝলমলে রোদ। নেই কুয়াশা। এদিকে রাতের তাপমাত্রা বাড়লেও কমেছে দিনের তাপমাত্রা। যে কারণে সকালের দিকে শীত কিছুটা বেশি অনুভূত হচ্ছে। তবে হাড় কাঁপানো শীত নেই। আবহাওয়া অধিদফতর জানিয়েছে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমবে।

রোববার (১২ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আরও বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর সোমবারের পূর্বাভাস বলছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বিজ্ঞাপন

এ দিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গত কয়েকদিন ধরে কুয়াশার কারণে সকাল গড়িয়ে বেলা হলেও গাড়ি চলাচল ব্যহত হচ্ছিল।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, ‘আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা কমতে পারে। তখন শীতের তীব্রতা বাড়বে।’

সারাবাংলা/জেআর/এমপি

তাপমাত্রা রোদ শীতের তীব্রতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর