Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার কাপ ফাইনাল
বার্নাব্যুর বিধ্বংসী বার্সাকেই ফাইনালে চান ফ্লিক

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫ ১১:৩৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১১:৩৮

সুপার কাপের ট্রফির সামনে ফ্লিক ও আনচেলত্তি

নিজের প্রথম এল ক্লাসিকোতেই রিয়াল মাদ্রিদকে চার গোলের লজ্জায় ডুবিয়েছিলেন তিনি। হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার কাছে সান্তিয়াগো বার্নাব্যুতে পাত্তাই পায়নি রিয়াল। মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোকে আজ রাতে সুপার কাপের ফাইনালে মুখোমুখি বার্সা-রিয়াল। ফাইনালের আগে বার্সা কোচ ফ্লিক বলছেন, বার্নাব্যুর সেই বিধ্বংসী দলকেই আজ মাঠে দেখতে চান তিনি।

অবিশ্বাস্য ‘হাই লাইন’ ডিফেন্সের জাদুতে বারবার অফসাইডের ফাঁদে পড়েছিল রিয়াল। নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধে চার গোল হজম করে বিশাল হারের লজ্জা পেতে হয়েছিল তাদের। তবে আড়াই মাস আগের সেই রিয়াল এখন দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে সব টুর্নামেন্টে। উড়তে থাকা বার্সাই বরং একের পর এক হারে বিপর্যস্ত।

বিজ্ঞাপন

ফ্লিক বলছে, জেদ্দার ফাইনালে বার্নাব্যুর সেই আগ্রাসী বার্সাকেই চান তিনি, ‘আমরা মাদ্রিদে যেভাবে খেলেছি, তার চেয়ে অন্যভাবে খেলব না। অবশ্য আমরা বার্নাব্যুর সেই বিধ্বংসী রূপটা দেখাতে চাই। দুটি ম্যাচ অবশ্যই আলাদা। আমরা ভালো খেলেই জেতার চেষ্টা করব।’

বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর এটাই ফ্লিকের প্রথম ফাইনাল। সুপার কাপ জিতেই মৌসুমের বাকি সময়ের জন্য বাড়তি আত্মবিশ্বাস অর্জন করতে চান ফ্লিক, ‘কোচ হিসেবে আমি অনেক ফাইনালে উঠেছি। তবে বার্সার হয়ে এটাই প্রথমবার। দারুণ একটা ফাইনাল অপেক্ষা করছে। যদি ম্যাচটা আমরা জিততে পারি, তাহলে মৌসুমের বাকি সময়ের জন্য আমাদের আত্মবিশ্বাস দারুণ থাকবে। এজন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ। রিয়াল সেরা দলগুলোর একটি। আমাদের অনেক দ্রুতগতির ফুটবল খেলতে হবে। আগের ম্যাচের চেয়ে অনেক বেশি ভালো খেলতে হবে। রিয়ালও নিজেদের সেরাটাই দেবে মাঠে।’

বিজ্ঞাপন

গতবারের ফাইনালে ভিনিসিয়াসের হ্যাটট্রিকে বার্সাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। ফ্লিক অবশ্য আগের ফাইনালের কথা একেবারেই ভাবছেন না, ‘আমি পরিসংখ্যান নিয়ে একদমই ভাবি না। আমার লক্ষ্য সুপার কাপ ও অন্য সব শিরোপা জেতা।’

সারাবাংলা/এফএম

বার্সেলোনা রিয়াল মাদ্রিদ সুপার কাপ ফাইনাল হ্যান্সি ফ্লিক

বিজ্ঞাপন

সাবেক এমপি আব্দুল মজিদ গ্রেফতার
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৫

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর