Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন দফা দাবিতে বিডিআর স্বজনদের মানববন্ধন

ঢাবি করেসপনডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৪:১০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৫:১৫

বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিডিআর পরিবারের সদস্যরা

ঢাকা: ক্ষতিগ্রস্ত, জুলুমের শিকার ও বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর পরিবারের সদস্যরা।

রোববার (১২ জানুয়ারি ) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন পালন করেন বিডিআর পরিবারের সদস্যরা।

এ সময় লেবার পার্টির মহাসচিব বলেন, ‘বিডিআর নিজের জীবন বাজি রেখে দেশের সীমান্ত পাহারা দিয়েছে। কিন্ত দুঃখের বিষয় আজও তারা জেলখানায়। তাদের ওপর এখনো জুলুম করা হচ্ছে। আমরা অন্তবর্তীকালীন সরকার কে বলতে চাই অবিলম্বে বিডিআর সদস্যদের মুক্তি ও হত্যাকাণ্ডের বিচার করুন নয়তো সারাদেশের জনতা আবারও রাজপথে নেমে আসবে।’

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘বিডিআরদের নিয়ে আর তালবাহানা চলবে না। দ্রুত বিডিআর সদস্যদের মুক্তি ও হত্যাকাণ্ডের বিচার করতে হবে। যাদের বয়স আছে তাদের চাকরিতে বহাল রাখতে হবে।’

মানববন্ধনে বক্তারা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১. পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সকল নির্দোষ বিডিআর সদস্যের মুক্তি দেওয়া;

২. প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা (যেমন: রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি) সহ পুনরায় চাকরিতে পুনর্বহাল বা যোগদান করানো এবং

৩. তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা বাদ দেওয়া।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত (১১ জানুয়ারি) পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার।

সারাবাংলা/এআইএন/এসডব্লিউ

বিডিআর হত্যাকাণ্ড মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর