Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হাত-পা বাঁধা মরদেহের পরিচয় মিলেছে

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৯:৫৩

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় মিলেছে। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তাকে খুন করে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।

রোববার (১২ জানুয়ারি) সকালে নগরীর খুলশী থানার রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কশপ গেট এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, খুনের শিকার ওই ব্যক্তির নাম আবদুর রহিম বাবুল (৫২)। তিনি বাঁশখালী উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। স্ত্রী ও এক ছেলে নিয়ে বাবুল নগরীর দেবপাহাড় এলাকায় থাকতেন। গত তিনমাস ধরে রাতে নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন বাবুল। এছাড়া তার স্ত্রীর একটি পোশাক সেলাইয়ের দোকান আছে।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যমতে, তাকে শ্বাসরোধে খুন করা হয়েছে। এরপর হত্যাকারীরা অটোরিকশাটি নিয়ে গেছে। মূলত অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে খুন করা হয়েছে।

বাবুলের মরদেহ উদ্ধারের পর রোববার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে অটোরিকশা চালক বাবুলের লাশ শনাক্ত করেন তার স্ত্রী সাবিনা বেগম।

তদন্তের দায়িত্বে থাকা খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) বেলাল খান সারাবাংলাকে বলেন, ‘সকালে আমরা বাবুলের লাশ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারছিলাম না। সিআইডি সদস্যরা তার আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার পথে তার এক আত্মীয় সেটা দেখে তাকে চিনতে পারেন। এরপর তার স্ত্রীকে খবর দিলে তিনি এসে বাবুলের লাশ শনাক্ত করেন।’

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, ‘বাবুল তিনমাস আগে একটি অটোরিকশা কিনেন। সেটা নিয়ে রাতে বের হতেন। আন্দরকিল্লা, নিউমার্কেট, চকবাজার এলাকায় তিনি রাতে রিকশা চালাতেন। গতকাল (শনিবার) রাত ১২টার দিকে তিনি বাসা থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। আমরা লাশ উদ্ধার করলেও তার অটোরিকশাটি পাওয়া যায়নি।’

এ ঘটনায় নিহত বাবুলের স্ত্রী সাবিনা বেগম থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন এসআই বেলাল খান।

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

চট্টগ্রাম মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর