‘আগামীতে এদেশ হবে ইসলামপন্থিদের’
১৩ জানুয়ারি ২০২৫ ২৩:১৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩
ঢাকা: ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে ইসলামপন্থিরা। এমনটা আর হতে দেওয়া হবে না। আগামীতে এদেশ হবে ইসলামপন্থিদের।
সোমবার (১৩ই জানুয়ারি) বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও এখনো সমাজে বৈষম্য বিদ্যমান। এই বৈষম্য দূর করতে হলে ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষকে তাদের অধিকার আদায়ের আন্দোলনের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।’
ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এম এম সালাউদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের তথ্য, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সভাপতি প্রফেসর লোকমান হাকিম, বরিশাল জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী, শেখ শামসুল আলম মিলন, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি গাজী মুহাম্মাদ ওসমান গণী প্রমুখ।
সম্মেলন শেষে ২০২৫ মেওয়াদের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি— এম এম সালাউদ্দিন, সহ-সভাপতি— সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক— ফয়জুল করিম।
সারাবাংলা/এজেড/ এইচআই