Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:৪৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: আগামী ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দ্য ফরেন অ্যাক্ট ১৯৪৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত রয়েছেন। এমতাবস্থায়, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বা কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতোপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবে। তা না করলে তাদের বিরুদ্ধে ‘দ্যা ফরেন অ্যাক্ট ১৯৪৬’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

সারাবাংলা/জেআর/এমপি

অবৈধ বিদেশি নাগরিক দ্যা ফরেন অ্যাক্ট ১৯৪৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর