চ্যাম্পিয়নস ট্রফি
পাকিস্তানে যাচ্ছেন রোহিত শর্মা?
১৫ জানুয়ারি ২০২৫ ১৫:৪৬
পাকিস্তানের মাটিতে ভারত খেলতে রাজি না হওয়াতে বাধ্য হয়েই হাইব্রিড মডেলে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্ট। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে না গেলেও সেখানে ঠিকই যেতে হচ্ছে অধিনায়ক রোহিত শর্মাকে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন রোহিত।
ভারতের আপত্তির কারণে বাধ্য হয়েই আরব আমিরাতের সাথে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। ভারত নিজেদের সব ম্যাচই খেলবে দুবাইতে। ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচগুলোও হবে আরব আমিরাতেই। নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে চাচ্ছে না ভারত, শুরু থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি ছিল এমনটাই।
দল না গেলেও রোহিতকে ঠিকই যেতে হচ্ছে পাকিস্তানে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারি করাচিতে হতে পারে এবারের চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে হচ্ছে বড় কোনো আইসিসি ইভেন্ট। এই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতেই জমকালো এক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন তারা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী সব দলের অধিনায়ক। বাকি ৭ দলের মতো তাই রোহিতকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস বলছে, পাকিস্তানের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে যাবেন রোহিত। তবে এই খবরে বিস্ময় প্রকাশ কএরছেন ভারতীয় সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে তারা বলছেন, পাকিস্তানে হতে যাওয়া এই অনুষ্ঠানে রোহিতের যাওয়া একেবারেই উচিত হবে না।
শেষ পর্যন্ত রোহিত সত্যিই করাচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন কিনা, সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামী মাস পর্যন্ত।
সারাবাংলা/এফএম