দশ ট্রাক অস্ত্র মামলা
১৯ বছর পর কারামুক্ত জাপা নেতা হাফিজ
১৬ জানুয়ারি ২০২৫ ১৯:১০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৫৭
চট্টগ্রাম ব্যুরো: দশ ট্রাক অস্ত্র মামলায় উচ্চ আদালত থেকে খালাস পেয়ে কারামুক্ত হয়েছেন জাতীয় পার্টির সাবেক নেতা হাফিজুর রহমান হাফিজ। তিনি ১৯ বছর পর কারামুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে হাফিজ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।
এদিন বিকেলে একই মামলায় খালাস পেয়ে কারামুক্ত হয়েছেন রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহিম রাজু সারাবাংলাকে বলেন, ‘দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়া হাফিজুর রহমান কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছেন। তার সাজার মেয়াদ কমানোর কাগজপত্র দেখে তার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দশ ট্রাক অস্ত্র মামলায় ২০০৫ সালে আত্মসমর্পণের পর থেকে হাফিজুর রহমান কারাগারে ছিলেন। এ হিসেবে তিনি ১৯ বছর পর কারামুক্ত হলেন।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের কর্ণফুলী নদীর সিইউএফএল ঘাট থেকে দশ ট্রাক অস্ত্রের একটি চালান আটক হয়েছিল। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইনে এবং চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছিল।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের কর্ণফুলী নদীর সিইউএফএল ঘাট থেকে দশ ট্রাক অস্ত্রের একটি চালান আটক হয়েছিল। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইনে এবং চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছিল।
২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত দুটি মামলার রায় ঘোষণা করেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী (অন্য মামলায় ফাঁসি কার্যকর), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতীয় সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থা ও সার কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনের মামলায় তাদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আপিল করেন। গত বছরের ১৮ ডিসেম্বর চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে বাবর ও হাফিজুর রহমানসহ ছয়জন হাইকোর্টের আদেশে খালাস পান। অস্ত্র আইনে করা মামলায় গত ১৪ জানুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাবরসহ ছয়জন খালাস পান। তবে হাফিজুরের সাজা কমিয়ে দশ বছর করা হয়। ইতোমধ্যে কারাভোগের কারণে সাজার মেয়াদ শেষ হওয়ায় মুক্তি পেয়েছেন হাফিজুর।
সারাবাংলা/আইসি/এসআর