Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান ডিএমপি কমিশনারের

স্পেশাল করেসপডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৯:২৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯

ডিএমপি কমিশনার শেখ মো.সাজ্জাত আলী

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের সহায়তার জন্য ডিএমপির কল্যাণ তহবিল হতে মোট ৭৫ লাখ ৯৭ হাজার ২৯২ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের নিকট এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের নিকট আর্থিক অনুদানের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো.সাজ্জাত আলী।

বিজ্ঞাপন

আহত অসুস্থ পুলিশ সদস্যদের সুস্থতা ও নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব কল্যাণ ফান্ড থেকে আপনাদের আজ এ আর্থিক সহায়তা দিচ্ছি। কল্যাণ ফান্ডের অর্থ আসে ডিএমপির কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে। এ ফান্ড যাতে আরও বাড়ানো যায় সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন। সেই তুলনায় আমাদের সাহায্যের পরিমাণ সীমিত। অসুস্থতার ধরন ও গুরুত্ব বিবেচনা করে আপনাদের এ আর্থিক অনুদান দেওয়া হয়েছে।’ কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা যখন ডিউটিতে মোতায়েন থাকেন তখন প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন। এতে ধুলাবালি থেকে সুরক্ষা পাবেন। শারীরিক সুস্থতার জন্য স্বাস্থ্য সচেতন হতে হবে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে নিজেকে সচেতন থাকতে হবে।’

গত ৮ জানুয়ারি ২০২৫ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭৫তম সভায় ১৫৯ জন পুলিশ সদস্যের অনুকূলে ৭৫ লাখ ৭৭ হাজার ২৯২ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এইচআই

আর্থিক অনুদান ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর