Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

’মিজোরামে উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে ইউপিডিএফের সংশ্লিষ্টতা নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১৫:৫১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৬:০৯

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)

রাঙ্গামাটি: ভারতের মিজোরামে উদ্ধার করা অস্ত্রের সঙ্গে ইউপিডিএফের কোনে ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শুক্রবার (১৭ জানুয়ারি) ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, মিজোরাম পুলিশের প্রেস বিবৃতির বরাত দিয়ে গতকাল (১৬ জানুয়ারি) বাংলাদেশ ও ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে মিজোরামের মামিত জেলার পশ্চিম ফাইলেং থানাধীন সাইথাং গ্রামে একটি অস্ত্রের চালান জব্দের সংবাদ প্রকাশিত হয়েছে এবং জব্দকৃত অস্ত্রের চালানটি মিয়ানমারের চিন ন্যাশন্যাল ফ্রন্ট (সিএনএফ) এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ইউপিডিএফের মধ্যে লেনদেন হচ্ছিল বলে উল্লেখ করার বক্তব্য সত্য নয়।

বিজ্ঞাপন

উক্ত জব্দকৃত অস্ত্রের চালান কিংবা সিএনএফ-এর সাথে ইউপিডিএফের বিন্দুমাত্র সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, যে এলাকায় অস্ত্রের চালানটি জব্দ করা হয়েছে সেটি বাংলাদেশ সীমান্তের কাছে এবং এই সীমান্ত অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপের হাতে।

অস্ত্রের চালানটি ধরা পড়লে তা ইউপিডিএফের কাছে যাচ্ছে বলে স্বীকারোক্তি দিতে ধৃত অস্ত্র চোরাকারবারীদের সাথে চালান গ্রহীতাদের গোপন বোঝাপড়া থাকতে পারে বলে অংগ্য মারমা মন্তব্য করেন এবং বলেন, অস্ত্রের আসল ক্রেতারা নিজেদের আড়াল করতে ও ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুন্ন করে দেয়ার হীন উদ্দেশ্যে উক্ত জব্দকৃত অস্ত্রের চালানের সাথে ইউপিডিএফের নাম জড়ানো হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক সংগঠন। দেশের অন্যান্য গণতান্ত্রিক সংগঠনের মতোই ইউপিডিএফ গণতান্ত্রিকভাবে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। কাজেই অস্ত্রের চালানের সাথে ইউপিডিএফের জড়িত থাকার কোন প্রশ্নই উঠে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

অস্ত্র ইউপিডিএফ উদ্ধার মিজোরাম রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর