Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অতীতে ৯০ দিনে নির্বাচন দিতে পারলে এবার ৬ মাসে পারবে না কেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ২১:০৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। ছবি: সারাবাংলা।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। অতীতে তত্ত্বাবধায়ক সরকার যদি ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে পারে, তাহলে এরা ৬ মাসের মধ্যে পারবে না কেন? অন্তর্বর্তী সরকারকে তাদের দায়িত্ব ও কাজ বুঝতে হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দীর্ঘ ৯ বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আন্তর্জাতিক সম্পাদক, ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার জিয়াউর রহমানে কবরে শ্রদ্ধা জানাতে যান।

ড. মঈন খান বলেন, ‘বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের মতের প্রতিফলন ঘটাতে পেরেছে। আমরা ওই ধরনের একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ গঠন করতে চাই। আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে করতে চাই না।’

তিনি বলেন, ‘গত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গুম-খুনের মাধ্যমে নির্যাতন করেছে। লক্ষাধিক মিথ্যা মামলায় ৫০ লাখ মানুষকে আসামি করে মানুষের অধিকার হরণ করেছে। সুতরাং আজকে সকলকে বুঝতে হবে যে অন্তর্বতীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা কী? সরকারকেও সেটি উপলব্ধি করতে হবে। একইসঙ্গে তারা যখন উপলব্ধি করবে যে বাংলাদেশের মানুষ তাদের ওপর আস্থা রেখেছে, তখন গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে তাদের মূল দায়িত্ব।’

ড. আবদুল মঈন খান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন হল, নাকি মেয়রাল ইলেকশন হল, সেটি কোনো কথা না। দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন হিসেবে সরকার ক্ষমতায় এসেছে। ডক্ট্রিন অব নেসেসিটি মোতাবেক বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। আমরা একটি জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটতে পারে। যারাই জনগণের ভোটে নির্বাচিত হবেন তারাই সরকার গঠন করবেন। সেটিই হল গণতন্ত্র। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।’

বিজ্ঞাপন

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম, মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর

ড. মঈন খান বিএনপি

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর