Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ পরিচয়ে অপহরণ
ভিকটিম উদ্ধারসহ ছয় অপহরণকারী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ১৫:২২

গ্রেফতার ছয় ব্যক্তি।

ঢাকা: পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় ভিকটিমকে উদ্ধার করে অপহরণের সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা-পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. রেজাউল ইসলাম ওরফে হিমেল (৪০), মোছা. সেলি বেগম ওরফে শিলা বেগম (২৮), মো. মুক্তাজুল সরকার (৩৪), মো. মারুফ হাসান (২৫), নূর মোহাম্মদ (৩৫) ও মো. মাহমুদ হাসান (২৬)।

খিলগাঁও থানা-পুলিশ সূত্রে জানা যায়, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত বুধবার (১৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টায় খিলগাঁওয়ের নবীনবাগ তিতাস রোডের রবিন এন্টারপ্রাইজের দোকানের মধ্যে থেকে ভিকটিম শাহান আলীকে (৫০) রেজাউল ও সেলি বেগমসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন জোরপূর্বক একটি গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়। ভিকটিমকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কারণ জিজ্ঞাসা করলে তাদের মধ্যে হতে অজ্ঞাতনামা দুইজন নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে একইদিন রাত আনুমানিক সাড়ে ১০টায় একটি মোবাইল নম্বর হতে ভিকটিম শাহান আলীর পুত্রবধুর মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে শাহান আলীকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয় অপহরণকারীরা।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভিকটিম শাহান আলীর ভাগ্নে মো. সোহেল রানার অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির খিলগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলার ঘটনাস্থল পরিদর্শন, নিবিড় তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে ভিকটিমের অবস্থান নিশ্চিত করে খিলগাঁও থানা-পুলিশ। পরবর্তীতে শুক্রবার কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় অপহরণকারী মো. রেজাউল ইসলামের শ্বশুরবাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয় ও অপহরণের সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। মামলার নিবিড় তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/ইউজে/এমপি

অপহরণ গ্রেফতার মুক্তিপণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর