চ্যাম্পিয়নস ট্রফি
চমক রেখে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা ভারতের
১৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৬:০৪
চ্যাম্পিয়নস ট্রফির বাকি আর মাত্র একমাস। বাকি ৭ দল অনেক আগে স্কোয়াড ঘোষণা করলেও ভারত সেটা করেনি। অবশেষে টুর্নামেন্টের শেষ দল হিসেবে স্কোয়াড ঘোষণা করল ভারত। রোহিত শর্মাকে অধিনায়ক করে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না। টানা সিরিজ হারা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে দল। বাজে ফর্মে থাকা রোহিত-কোহলি শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।
ভারতের দুশ্চিন্তার কারণ ছিল দলের সেরা বোলার জাসপ্রীত বুমরাহর ইনজুরিও। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলা অনিশ্চিত জেনে তাকে স্কোয়াডে রাখবে কিনা ভারত, সেটা নিয়েই চলছিল গুঞ্জন।
শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা করেছেন বুমরাহ-কোহলি-রোহিতের সবাই। রোহিত আছেন অধিনায়ক হিসেবে, সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। চার পেসার ও চার স্পিনার নিয়ে স্কোয়াড সাজিয়েছে ভারত।
ইনজুরি কাটিয়ে ওয়ানডে বিশ্বকাপের পর আবার দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামি। স্কোয়াডে জায়গা হয়নি পেসার মোহাম্মদ সিরাজের।
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে ভারত।
ভারতের স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াসাভি জসওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদিপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, আরশদিপ সিং, রিশাভ পান্ট, রবীন্দ্র জাদেজা।
সারাবাংলা/এফএম