যশোর: যশোরের চৌগাছা উপজেলায় সোহাগ হোসেন রকি (২২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে পাচনামনা গ্রাম সংলগ্ন বুড়িগাং’র কচুরিপানা মধ্যে থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রকি উপজেলার পুড়াহদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। আটকরা হলেন- পাচনামনা গ্রামের সুজন, পুড়াহুদা গ্রামের সোহানুর ও ইছাপুর গ্রামের সজল।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত থেকে রনি নিখোঁজ। শনিবার রাত ১টার দিকে উপজেলার পাচনামনা গ্রাম সংলগ্ন বুড়িগাংয়ের পাড়ে শুকনা কচুরিপানার নিচ থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রকি হত্যা ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।